ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১২৭তম প্রয়াণবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ২৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সংস্কৃতের পণ্ডিত, সমাজ সংস্কারক, লেখক, শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১২৭তম প্রয়াণবার্ষিকী আজ। ১৮৯১ সালের ২৯ জুলাই ইহলোক ত্যাগ করেন তিনি।
ঈশ্বরচন্দ্র জন্মগ্রহণ করেন ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পান্ডিত্যের জন্য প্রথম জীবনেই লাভ করেন বিদ্যাসাগর উপাধি। বাংলা ও ইংরেজিতেও বিশেষ দখল ছিল তার।
তিনিই প্রথম বাংলালিপি সংস্কারক। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকারও তিনি।
জনপ্রিয় শিশুপাঠ্য ‘বর্ণপরিচয়’সহ একাধিক পাঠ্যপুস্তক ও সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ রচনা করেছেন বিদ্যাসাগর। ‘বেতাল পঞ্চবিংশতি’, ‘শকুন্তলা’, ‘সীতার বনবাস’, ‘ভ্রান্তিবিলাস’ ইত্যাদি তার স্মরণীয় রচনা। বিদ্যাসাগর ছিলেন আধুনিক মনোভাবাপন্ন। এ জন্য তিনি তৎকালীন রক্ষণশীল সমাজে বিধবা বিবাহ চালু, বহুবিবাহ ও বাল্যবিয়ে নিষিদ্ধ এবং নারী শিক্ষা বিস্তারে আন্দোলন শুরু করেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি