ঢাকা, শনিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৫

উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানের বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ৮ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১০:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫

ওয়াশিংটন ডিসিতে উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের বিশিষ্ট নেত্রী রেবেকা ওয়াগনার এবং অন্যান্য সদস্যদের সঙ্গে একটি বৈঠক করেছেন ব্যারিস্টার জাইমা রহমান।

আলোচনায় সভায় বাংলাদেশ-মার্কিন সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির অন্বেষণসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত হয়।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানের ফাঁকে এই সভা অনুষ্ঠিত হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান তিনি।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।

প্রসঙ্গত, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে গত ১০ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতরা হলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তারেক রহমান যুক্তরাষ্ট্রে যাননি। তার প্রতিনিধিত্ব করেন কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

স্থানীয় সময় ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি