ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

উইলিয়াম-কেট দম্পত্তির কোলে আসছে তৃতীয় সন্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ২৩ এপ্রিল ২০১৮

অ্যালিস না ম্যারি? ভিক্টোরিয়া না এলিজাবেথ? আলবার্ট না ফিলিপ- ক্যামব্রিজের প্রিন্স ও পুত্রবধু তাদের আগত সন্তানের জন্য কোন নাম ঠিক করবেন? কি নামে সম্মান জানানো হবে ব্রিটিশ রাজপরিবারের আগত এ সম্রাটকে?

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের তৃতীয় সন্তানের নাম কি হবে, এরইমধ্যে চলছে জল্পনা-কল্পনা। প্রথম দুই সন্তানের নাম ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে রেখেছেন ব্রিটিশ রাজদম্পত্তি। প্রথম দুই সন্তানের নাম জর্জ ও চার্লট। তাই তৃতীয় সন্তানের নামটি ক্লাসিক নাম রাখতে চান উইলিয়াম-কেট দম্পত্তি।

ব্রিটিশ তথ্যমতে জানা যায়, মেয়ের জন্য ম্যারি নামটি সবার আগে রয়েছে। অ্যালিস, ভিক্টোরিয়া ও অ্যালেক্সান্ড্রার পরই এই নামটি ব্রিটিশ রাজপরিবারে খুব পছন্দের। গত সপ্তাহে আর্থার, আলবার্ট, ফ্রেডরিক, জেমস ও ফিলিপ রয়েল নামগুলোর মধ্য থেকে আথার নামটিকেই নবশিশুর জন্য বেছে নেওয়ার পক্ষে মত রয়েল পরিবারের বেশিরভাগ সদস্যের।

সূত্র: মেইল অনলাইন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি