ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫

উখিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৪, ২৩ মার্চ ২০২২

কক্সবাজারের উখিয়ার মিনি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২২ মার্চ) রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সঞ্জুর মোর্শেদ।

তিনি জানান, বালু ভর্তি টেকনাফমুখী মিনি ট্রাকের সঙ্গে উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি