ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উচ্চ ফলনশীল বিটি বেগুনের আবাদে সাবলম্বী গোপালগঞ্জের চাষীর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২২ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:১৪, ২৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বেশি ফলন আর কীটনাশক ব্যবহারের প্রয়োজন না হওয়ায় গোপালগঞ্জে বাড়ছে উচ্চ ফলনশীল বিটি বেগুনের আবাদ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত জাতটির চাষে লাভবান হচ্ছেন জেলার কৃষকেরা। আর এই বেগুন চাষ ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা গ্রামের নাসির হোসেন। চলতি মৌসুমে কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরামর্শে “বারি বিটি-৩ ও ৪” জাতের বেগুন চাষ করেন। এখন রোজ গড়ে এক মন বেগুন বিক্রি করছেন।

অন্য জাতের বেগুন রোপনের পর পোকার আক্রমণে ৭০ থেকে ৮০ ভাগই নষ্ট হয়ে যায়। কিন্তু বিশেষ ধরণের হরমন দিয়ে বারি বিটির বীজ তৈরি হওয়ায় বেগুন গাছে পোকা আক্রমণ করতে পারে না।

কৃষি সম্পসারণ অধিদপ্তরের আওতায় ১শ’ ২০ বিঘা ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের তত্তবধানে চলতি মৌসুমে জেলায় ২৫ বিঘা জমিতে বিটি বেগুনের পরীক্ষামূলক আবাদ হয়েছে।

পোকার হাত থেকে রক্ষা পাওয়ায় ফলন ভালো হচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন বলেন জানান কৃষি কর্মকর্তা।

কৃষি বিভাগের সহযোগিতা পেলে আগামী মৌসুমেবিটি বেগুনের চাষাবাদ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি