ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

উচ্চ শিক্ষার ভবিষ্যৎ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ২০:৩৩, ৩০ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ’ এবং Friedrich-Ebert-Stiftung কর্তৃক আয়োজিত উচ্চতর শিক্ষার ভবিষ্যৎ বিষয়ক (২৯ ও ৩০ মার্চ) দুই দিনব্যাপী দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সামগ্রিক অনুষ্ঠানটি ১১টি আলোচনা পর্বে বিভক্ত ছিল। অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ, ডিরেক্টর, সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, মিস টিনা ব্লোম, রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, Friedrich-Ebert-Stiftung; ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ সামাদ।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন বক্তব্য রাখেন প্রফেসর মি. সুরিচাই ওয়ানগেয়, চুলালঙ্গকন বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ড।

প্রথম দিনের অধিবেশনে উঠে আসে শিক্ষার ব্যবস্থাপনা, মনস্তত্ত্ব, সাহিত্য,কলা, উচ্চ শিক্ষার ভবিষ্যৎ এবং শিক্ষার প্রযুক্তিকরণ এর মত গুরুত্বপূর্ণ বিষয়াদি। অংশগ্রহণকারীরা তুলে ধরেন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলির গবেষণা সংক্রান্ত প্রতিবন্ধকতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গণে শ্রেণী বিভেদ, শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার ব্যবহার,কর্মমুখী শিক্ষার বাস্তবায়ন এবং অন্যান্য গবেষণা লব্ধ আলোচনা।

শারীরিক ও মানসিক প্রতিবিন্ধীদের জন্য শিক্ষার সুবিধা বাস্তবায়ন, মিডিয়া ও চলচ্চিত্র ক্ষেত্রে পাশ্চাত্য আগ্রাসন এর বিষয়গুলি ও স্থান করে নেয় আলোচনায়। দ্বিতীয় দিনের আলোচনার মুখ্য বিষয়াদি ছিল আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষাক্ষেত্রে লিঙ্গভেদ ও মানবিক দিকসমূহ। আলোচকগণ শিক্ষাব্যবস্থায় সাহিত্য চর্চার প্রয়োগ,আন্তঃরাষ্ট্রীয় শিক্ষাবৃত্তি এবং শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে নানাবিধ প্রায়োগিক পরামর্শ প্রদান করেন।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি