ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

উড়ার অভিজ্ঞতা পেতে নিজেদের তৈরি যুদ্ধ বিমান কাশ্মীরে নিল ভারত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ১ আগস্ট ২০২৩

পাকিস্তানের সঙ্গে লাগোয়া সীমান্তে অবস্থিত কেন্দ্রশাসিত অঞ্চলের উপত্যকায় উড়ার অভিজ্ঞতা নিতে নিজেদের তৈরি দেশীয় হালকা যুদ্ধ বিমান (এলসিএ) তেজাসকে  জম্মু ও কাশ্মীরে স্থানান্তরিত করেছে ভারতীয় বিমান বাহিনী।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, জম্মু ও কাশ্মীর উপত্যকায় এবং অন্যান্য অভিযানের জন্য উড়ার অভিজ্ঞতা পেতে এলসিএ বহরকে সেখানকার ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। বহরের পাইলটরা সেখানকার আকাশে বিমানগুলো ঘন ঘন উড়াচ্ছেন। 

কেন্দ্রশাসিত এ অঞ্চলে ভারতীয় বিমান বাহিনীর একাধিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি থেকে চীন এবং পাকিস্তানসহ উভয় ফ্রন্টে অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতীয় বিমান বাহিনী জম্মু ও কাশ্মীরসহ কেন্দ্রশাসিত উত্তর সেক্টর এবং লাদাখ—উভয় ভূখণ্ডে বিমানগুলির অভিজ্ঞতা নিতে উড়ানো হচ্ছে। 

এদিকে দেশীয় এলসিএ তেজাস যুদ্ধবিমান কর্মসূচিতে ভারতীয় বিমান বাহিনী বেশি বেশি শক্তি সামর্থ্য যোগ করে দৃঢ়ভাবে সমর্থন করছে। বিমান বাহিনী ইতোমধ্যেই তাদের দুটি স্কোয়াড্রনে প্রাথমিক অপারেশনাল ক্লিয়ারেন্স এবং চূড়ান্ত অপারেশনাল ক্লিয়ারেন্স সংস্করণে চালু করেছে। আর এই জন্য ৮৩ মার্ক১এ চুক্তিও স্বাক্ষর হয়েছে। যার আওতায় এখন থেকে কয়েক বছর পর এসব যুদ্ধ বিমান বিতরণ করা হবে।

এ ছাড়া বিমান বাহিনী দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি এলসিএ মার্ক২ এবং এএমসিএ-এর দিকেও নজর রেখেছে।

ভারতীয় এই বিমানটিকে ইতোমধ্যেই পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে নির্মিত জেএফ-১৭ যুদ্ধ বিমানের চেয়ে অনেক বেশি সক্ষম বলে মনে করা হচ্ছে। অতিরিক্ত সক্ষমতা সমৃদ্ধ এই যুদ্ধ বিমান অনেকটা হ্যামারের মতো, যা  ভারতীয় বিমানটিকে পাকিস্তান-চীনের তৈরি ওই যুদ্ধ বিমান থেকে অনেক উচ্চ ক্যাটাগরির বিমান মনে করা হচ্ছে। 

সূত্র : এএনআই

কেআই//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি