উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে শাস্তির মুখে জবি শিক্ষার্থী
প্রকাশিত : ০৯:০১, ২৪ জুন ২০২২
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে প্র্যাংক কলের কথোপকথনে বারবার বলা হয়, ‘আজকে আমার মন ভালো নেই’। পরীক্ষার উত্তরপত্রে এই কথাটি লিখে বিভাগীয় তদন্তের মুখে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৩ জুন) লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম তানভীর মাহতাব। তিনি ইংরেজী বিভাগের (২০২০-২০২১) শিক্ষাবর্ষে অধ্যয়নরত। তার দেশের বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণচরে।
জানা যায়, মিডটার্ম পরীক্ষার অতিরিক্ত একটি উত্তরপত্র নিয়ে যান ওই শিক্ষার্থী। পরে বুধবার রাতে সেই উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লিখে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন তিনি। পরে লেখাটি ভাইরাল হয়ে গেলে তিনি পোস্টটি ডিলিট করে দেন।
এ বিষয়ে তানভীর মাহতাব জানান, তিনি এ নিয়ে তার টাইমলাইনে ফানি পোস্ট দিয়েছেন। পরে বুঝতে পেরে তিনি পোস্টটি ডিলিট দিয়ে দেন। তিনি বুঝতে পারেননি বিষয়টি এইরকম ভাইরাল হয়ে যাবে। ইনভিজিলেটরের স্বাক্ষরও তিনি করেছেন।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন গণমাধ্যমে বলেন, ‘‘বিষয়টি সম্পর্কে আমরা পরিষ্কারভাবে এখনও কিছু জানি না। ওই শিক্ষার্থীকে রোববার বিশ্ববিদ্যালয়ে এসে দেখা করতে বলা হয়েছে। তখন আমরা বিষয়টি সম্পর্কে সম্পূর্ণভাবে জেনে পরবর্তী পদক্ষেপ নিবো। ভাইরাল হওয়া অতিরিক্ত উত্তরপত্রে ইনভিজিলেটর স্বাক্ষরটি ইংরেজি বিভাগের কোনো শিক্ষকের নয় বলে জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান।’’
বিষয়টি গুরুতর অপরাধ হলে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমরা বহিষ্কার করতে পারি না। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। তবে আমরা বিষয়টি নিয়ে রোববার ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত দিবো।’’
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘‘বিষয়টি নিয়ে আমি এখনও কিছু জানি না।’’
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান বলেন, ‘‘বিষয়টি নিয়ে বিভাগ যা বলবে তা। তাছাড়া উত্তরপত্রটি আমি দেখিনি। তাই এবিষয়ে কিছু বলা যাচ্ছে না।’’
এমএম/
আরও পড়ুন