ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

উত্তরাঞ্চলের জেলাগুলোতে পণ্য পরিহনে ৪৮ ঘণ্টার কর্মবিরতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ২১ মে ২০১৭ | আপডেট: ১৯:৪৯, ২১ মে ২০১৭

মহাসড়কে পুলিশের হয়রানি-চাঁদাবাজি বন্ধ ও নতুন সড়ক আইন প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে উত্তরাঞ্চলের জেলাগুলোতে চলছে পণ্য পরিহনে ৪৮ ঘণ্টার কর্মবিরতি। ট্রাক, ট্যাংক, লরি শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এদিকে প্রশাসনের আশ্বাসে সিলেটে ৮ দফা দাবিতে চলা যাত্রী পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
৭ দফা দাবিতে ভোর থেকেই রংপুর ও রাজশাহী বিভাগে পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে।
গাইবান্ধার কাঁচাবাজারে এর প্রভাব পড়েছে প্রথম দিনেই। রাতে ট্রাকভর্তি সবজি ও মাছ এলেও শ্রমিকরা কর্মবিরতিতে থাকায় তা খালাস হচ্ছে না। বেড়ে গেছে পণ্যের দাম।
সিরাজগঞ্জের বাঘাবাড়ি বন্দর থেকে ১৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে ।
হিলি স্থলবন্দরের পণ্য পরিবহণও বন্ধ রয়েছে। মালামাল গন্তব্যে পাঠাতে না পেরে ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
দাবি মেনে নেয়া না হলে মঙ্গলবার ভোর পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবার ঘোষণা দেন শ্রমিক নেতারা।
৮ দফা দাবিতে সিলেটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিকেলে মহানগর পুলিশের কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের বৈঠক হয়। সেখানে দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়।
ধর্মঘটে সকাল থেকে অচল ছিলো সিলেট। বন্ধ ছিলো সব রুটে দুরপাল্লার যান চলাচল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি