ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

উত্তরাঞ্চলের ৫৫ নদ-নদীর পানি বাড়ছে (ভিডিও)

খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ১ সেপ্টেম্বর ২০২৩

পদ্মা, যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্রসহ ৫৫ নদ-নদীর পানি বাড়ছে। কিছু স্থানে যমুনার পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। এরইমধ্যে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী  নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বগুড়ায় ভাঙনে যমুনার বুকে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি। 

গেল কিছুদিন ধরেই উজানের ঢলে যমুনায় পানি বাড়ছে। বগুড়ার সারিয়াকান্দিতে শুরু হয়েছে নদী ভাঙন। ৩০ মিনিটেই যমুনায় বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি। 

বাড়িঘর হারিয়ে ভুক্তভোগীরা ঠাঁই নিয়েছেন ইছামারা মোড় এলাকার পুরোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। প্লাবিত হয়েছে সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনটের চরাঞ্চল।

সিরাজগঞ্জ শহর রক্ষা বাধের হার্ড পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। বাড়ছে যমুনার শাখা নদ নদীর পানিও। বন্যার শঙ্কায় এলাকাবাসী।

কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরে বন্যার পানিতে প্লাবিত হয়েছে বসতভিটা ও ফসলি জমি।

গাইবান্ধায় তিস্তার পানি কিছুটা কমলেও বেড়েছে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি। নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় বন্যাকবলিতরা আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে।

জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরামসহ শাখানদীর পানি বৃদ্ধির ফলে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জের ১৫ হাজার মানুষ পানিবন্দি। বন্ধ ঘোষণা করা হয়েছে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান।

এসবি/ 
 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি