ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তরায় লরির চাপায় ট্রাফিক কনস্টেবল নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ২৮ আগস্ট ২০২২ | আপডেট: ২১:১৬, ২৮ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরায় পশ্চিম থানাধীন সেক্টর-৯ সেক্টরে লরির চাপায় কাজী মাসুদ (৩৮) নামে এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২৮ আগস্ট) ভোরে দুর্ঘটনাটি ঘটে।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত কাজী মাসুদ ট্রাফিক উত্তরা পূর্ব জোন, উত্তরা বিভাগে কর্মরত ছিলেন।

তিনি বলেন, ‘‘ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তাসিন পাম্পের পূর্ব পাশে দায়িত্ব পালন করার সময়ে পেছন দিক থেকে একটি লরি এসে ট্রাফিক কনস্টেবল কাজী মাসুদকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান, পরে ওই লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনা স্থলে প্রাণ হারান।’’

কাজী মাসুদ বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের কাজী হেমায়েত উদ্দিন এর ছেলে। 
 
সংবাদ পেয়ে তার মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি