ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

উত্তরায় আরও সাড়ে ৮ হাজার ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ (ভিডিও)

তৌহিদুর রহমান

প্রকাশিত : ১২:০৩, ১৬ জুলাই ২০২৩ | আপডেট: ১২:০৪, ১৬ জুলাই ২০২৩

রাজধানীতে আরও একটি আবাসন প্রকল্প হাতে নিয়েছে রাজউক। উত্তরায় মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় সাড়ে ৮ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে সংস্থাটি। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের আবাসন চাহিদা বিবেচনায় ফ্ল্যাটগুলোর আকার হবে সাড়ে ৮শ’ থেকে সাড়ে ১২শ’ বর্গফুট। 

রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের  ‘এ’ ব্লকে প্রায় সাড়ে ৬ হাজার ফ্ল্যাট নির্মাণ করেছে করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। ইতোমধ্যেই গ্রাহকদের কাছে হস্তান্তর হয়েছে সাড়ে ৪ হাজার ফ্ল্যাট।  

প্রায় ৯১ একরের বিশাল এলাকায় ১৬ তলাবিশিষ্ট ৭৯টি ভবন, লেক, বাগানসহ সামগ্রিক দৃষ্টিনন্দন। 

বাণিজ্যিক ভবন, পুরুষ ও নারীদের জন্য আলাদা খেলার মাঠ, প্রার্থনালয়সহ মনোরম এই দৃশ্য রাজধানীর আবাসন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। 

ফ্ল্যাটের মালিকরা জানান, সাউন্ড পলিউশন বলতে কিছু নেই। নিরাপদ, রাত ২-৩টা পর্যন্ত পরিবার নিয়ে ঘুরেন কোনো অসুবিধা নেই। তবে এখানে স্বাস্থ্য সেবাটা খুবই অপ্রতুল।

প্রকল্প এলাকায় সৌন্দর্যবর্ধক কর্মকাণ্ড পরিচালনায় নানা উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মুজাফফর উদ্দিন বলেন, “প্রত্যেকটি ভবনেই সুইজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। রেনোরা সিস্টেমের মাধ্যমে যে পানি সংগ্রহ করবে সেটা গার্ডেন এবং কার ওয়াশিংয়ের কাজে তারা ব্যবহার করতে পারবে।”

এদিকে, মেট্রোরেল চালু হওয়ায় এই এলাকার গুরুত্ব বেড়ে গেছে। বেড়েছে আবাসন চাহিদাও। বিষয়টি মাথায় রেখে নতুন অ্যাপার্টমেন্ট প্রকল্প হাতে নিয়েছে রাজউক। উত্তরা মেট্রোস্টেশন সেন্টার এবং উত্তরা মেট্রো স্টেশন সাউথ সংলগ্ন বি এবং সি ব্লকে ১০৫ এবং ৭০ একর জায়গায় নতুন ফ্ল্যাট হবে।  

প্রকৌশলী মো. মুজাফফর উদ্দিন বলেন, “ব্লক ‘বি’ এবং ‘সি’তে জন্য আলাদা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সে বিষয়ে সরকারের নির্দেশনা পাওয়া গেছে। এ প্রেক্ষিতে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে।”

এই বছরের মধ্যেই নতুন প্রকল্পের ক্রয়-পদ্ধতি নির্ধারণ করা সম্ভব হবে বলে আশা রাজউকের। 

রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প পরিচালক বলেন, “অক্টোবর মাসের মধ্যে প্রকল্প প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে। আশা করছি, হয়তো এ বছরের শেষের দিকে প্রকিউরমেন্ট প্রসেস সেটা শেষ করতে পারবো।”

রাজউক চীফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী উজ্বল মল্লিক বলেন, “দিয়াবাড়িতে ইতিমধ্যে ফ্ল্যাট নির্মাণ হচ্ছে। এখন ‘বি’ এবং ‘সি’ ব্লকে প্রায় ৮ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। নিম্ন আয়ের যেগুলো সেগুলো দুই পদ্ধতিতে করার চিন্তা। দীর্ঘমেয়াদি কিস্তির মাধ্যমে এবং ভাড়া ভিত্তিতে।”

‘এ’ ব্লকের চেয়ে ‘বি’ এবং ‘সি’ ব্লকের ফ্ল্যাটগুলো আরও আধুনিক হবে বলে আশা করছেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি