উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি
প্রকাশিত : ১৫:৪৭, ৭ সেপ্টেম্বর ২০২৩
নদ-নদীর পানি কমায় এবং নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে গাইবান্ধা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ও রাজবাড়ীতে।
গাইবান্ধায় তিস্তা যমুনা ব্রহ্মপুত্রে পানি কমে বিপদসীমার নিচ নিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কয়েক দফা বন্যায় সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদরের ৮১টি চরাঞ্চল প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। সিরাজগঞ্জে দ্রুত পানি নামতে শুরু করায় স্বস্তি ফিরেছে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুরের নিম্নাঞ্চলে। কুড়িগ্রামেও কমছে ব্রহ্মপুত্রের পানি। তবে বন্যার পানিতে নষ্ট হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর আবাদি জমি। এদিকে টাঙাইলে যমুনার পানি কমার সাথে সাথে কিছু এলাকায় দেখা দিয়েছে ভাঙন।
এসবি/
আরও পড়ুন