উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ায়!
প্রকাশিত : ২১:৩০, ২৬ ডিসেম্বর ২০১৭
উত্তর কোরিয়ার নেতা কিম জং এখন দক্ষিণ কোরিয়ায়। কী অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতই খবর। তবে এ কিম জং উত্তর কোরিয় প্রেসিডেন্ট আসল কিম জং উন নয়। ইনি হচ্ছেন কিম জং উন এর মত দেখতে ড্রাগন কিম। কিম জং এর বেশ নিয়ে ঘুরে বেড়ান তিনি।
তবে কিম জং এর বেশধারী তিনিই প্রথম নন। পুরো পৃথিবীতেই কয়েকজন মানুষ আছেন যারা কিম জং এর বেশ ধরে ঘুরে বেড়ান। তবে তাদের মধ্যে সবথেকে আলোচিত ড্রাগন কিম।
গুরুগম্ভীর চেহারা করে হাটেন। আসল কিম জং এর মত রাজসিকভাবে আশেপাশের মানুষজনের উদ্দেশ্যে হাত নাড়েন। হঠাত করেই হতবাক হয়ে যান আশেপাশের মানুষেরা। ভুল ভাঙ্গার আগ পর্যন্ত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন মনে করে হকচকিয়ে যান তারা। বিনোদনও পান কয়েকজন।
অনেকেই কাছে এসে কথা বলেন। সেলফি তোলেন। কেউবা ভিডিও করেন। আবার কেউ কেউ আসল কিম মনে করে গালি ও তীর্যক মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র সফরকালে একদল মানুষের তাড়া খেয়েছিলেন তিনি। কয়েকজন তাকে ‘ঘুষি’ মারতেও উদ্যত হন। এমনকি `মার্কিন মুলুকে কিম কি করছেন` কিংবা তার উচিত `যথাশীঘ্র যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়া` এমন হুঁশিয়ারিও হজম করতে হয়েছে।
এক সময় সামরিক বাহিনীতে কাজ করা ড্রাগন কিম এখন আছেন দক্ষিণ কোরিয়ার সিউলে। বিবিসি’কে তিনি বলেন, “অনেক আগে থেকেই আমাকে অনেকে বলত যে, আমাকে দেখতে কিম জং উন এর মত। তখন থেকেই তার মত পোশাক পরা শুরু করি আমি। তার মতই চুলের স্টাইল করি”।
কিম জং উন এর বেশ ধরে চলাই এখন এ নকল কিমের আয়ের উৎস।
সূত্রঃ বিবিসি
//এস এইচ এস//
আরও পড়ুন