ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় চীনের প্রশংসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ২১ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় চীনের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার অস্বাভাবিক আচরণের বিরুদ্ধে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অবশ্যই শক্ত অবস্থান নিতে পারবেন। তবে কি ধরণের ব্যবস্থা নেয়া হবে এ নিয়ে ট্রাম্প কিছু বলেননি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের বোমারু বিমানগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রকে আবারো হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি তাদের এক সংবাদপত্রে জানায়, হামলা শুরু হলে শুধু দক্ষিণ কোরিয়ায় মার্কিন বাহিনী নয়, যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডেও আঘাত হানা হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি