ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়া যেকোন মুহুর্তে পারমাণবিক বোমা ছোঁড়ার জন্য প্রস্তুত

প্রকাশিত : ১৪:১৯, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৩৮, ৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়াকে ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর পর এবার পারমানবিক বোমা হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। যেকোন মুহুর্তে পারমাণবিক বোমা ছোঁড়ার জন্য প্রস্তুত দেশটির সামরিক বাহিনী। যেকোন মুহুর্তে পারমানবিক বোমা ছোঁড়ার প্রস্তুতি আগেই নিয়েছিল কিম জং উনের বাহিনী। এবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে পুড়িয়ে ছাই করে দেয়ার কড়া হুমকি দিলো উত্তর কোরিয়া। টার্গেট করা হবে প্যাসিফিক অঞ্চলে মার্কিন সেনাঘাঁটি। কোরিয়া উপ-দ্বীপকে ঘিরে বাড়ছে এই উত্তেজনা। উত্তর কোরিয়ার উস্কানিমূলক কার্যক্রমের জবাব দিতেই ওই এলাকায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। অংশ নিয়েছে দুই দেশের তিন লাখেরও বেশি সদস্য। আর এই মহড়াকে সার্বভৌমত্বের ওপর আক্রমনের হুমকি মনে করছে উত্তর কোরিয়া। এর জবাবে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সর্তক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন নেতা কিম জং উন। <ংঃৎড়হম> নিষেধাজ্ঞা উপেক্ষা করে গেল ৬ই জানুয়ারি হাইড্রোজেন বোমা ও ৭ই ফেব্র“য়ারি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে সমালোচনার মুখে পড়ে উত্তর কোরিয়া। এরপরই জাতিসংঘ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে সমুদ্রে স্বল্পমাত্রার ৬টি ক্ষেপনাস্ত্র ছুঁড়ে পাল্টা জবাব দেয় দেশটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি