ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

উত্তর প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ১৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ১৩ জুন ২০১৮

ভারতের উত্তর প্রদেশের মৈনপুরী জেলায় বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

বুধবার সকালে জেলার দানহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়িটি দ্রুতগতিতে চলছিলো। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়।

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক প্রকাশ করেছেন। এছাড়াও আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সূত্র: এনডিটিভি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি