উন্নত চিকিৎসার আশায় প্রতিবছর ভারতে যান হাজারো রোগী
প্রকাশিত : ১১:৫৮, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:৫৮, ৩ অক্টোবর ২০১৬
পরিবেশ দূষণ, খাদ্যাভাস পরিবর্তন, অতিমাত্রায় অ্যালকোহল ও তামাক সেবনের কারণে লিউকেমিয়া, বোন ক্যান্সার, হৃদরোগ, হরমোনের সমস্যাসহ, নানা জটিল রোগ বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাংলাদেশে এ’সব জটিল রোগের চিকিৎসা হলেও উন্নত চিকিৎসার আশায় প্রতিবছর ভারতে যান হাজারো রোগী। আস্থাহীনতার কারনে রোগীরা বিদেশমুখী হচ্ছেন বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা।
চট্টগ্রামের মেয়ে আইভি রহমান। দীর্ঘদিন ধরে ভুগছেন লিভার সিরোসিস-সহ নানান জটিল রোগে। বাংলাদেশে দেখিয়েছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে। কিন্তু সুস্থ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ছুটে যান কলকাতায় অ্যাপেলো হাসপাতালে।
শুধু আইভি নয়, উন্নত চিকিৎসার আসায় প্রতিনিয়ত ভারতে ছুটছেন অসংখ্য রোগী।
চিকিৎসকদের প্রতি আস্থা কমে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য রোগীরা বিদেশে যান বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
একইকথা বললেন, চট্টগ্রামের সাবেক এই সিভিল সার্জনও। বিদেশ নির্ভরতা কমাতে রোগীদের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি দেশের হাসপাতালগুলোতে জনবল বৃদ্ধি এবং প্রশিক্ষিত ডাক্তার-নার্স নিয়োগের তাগিদ দিয়েছেন তিনি।
এদিকে, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত যেসব রোগী ভারতে চিকিৎসার জন্য যান, তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হয় বলে জানালেন বেসরকারি হাসপাতালের এই কর্মকর্তা।
রোগীদের বিদেশ নির্ভরতা কমাতে দেশের হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধিরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
আরও পড়ুন