ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

উন্নত প্রযুক্তির স্মার্ট জাতীয় পরিচয় পত্রে জঙ্গি-সন্ত্রাসী সনাক্ত করা সহজ হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:২৭, ২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:২৭, ২ অক্টোবর ২০১৬

উন্নত প্রযুক্তির স্মার্ট জাতীয় পরিচয় পত্রে জঙ্গি-সন্ত্রাসী সনাক্ত করা সহজ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই কার্ডের ডাটার নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনকে সতর্ক থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ওসমানী স্মৃতি মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই চোখের আইরিশ ও আঙুলের ছাপ দেন। স্মার্টকার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী জাতীয় দলের ক্রিকেটারদের হাতে পরিচয়পত্র তুলে দেন। পরে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, যখন দেশে ১ কোটি ৩৯ লাখ ভূয়া ভোটার তৈরী করেছিল বিএনপি জামাত জোট সরকার, তখন ছবিযুক্ত পরিচয়পত্র আওয়ামী লীগেরই দাবি ছিল। নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র জঙ্গি দমনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সোমবার থেকে ঢাকার দুই সিটি করপোরেশন ও কুড়িগ্রামে স্মার্ট কার্ড প্রদান করা হবে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সব নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি