ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে জয়ী করতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ২৩ জুন ২০১৮ | আপডেট: ২৩:৫০, ২৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগেকে ভোট দিয়ে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। বিএনপি-জামায়াতের দুঃশাসন আর ফিরে আসতে দেওয়া যাবে না। ওরা ক্ষমতায় এলে বাংলাদেশ হবে জঙ্গির দেশ।`

আজ শনিবার উত্তরা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য এখন থেকেই নেতাকর্মীদের কাজ শুরু করতে হবে। বাড়িতে-বাড়িতে গিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার পর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে ধারাবাহিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বেই উন্নয়নশীল বাংলাদেশে উন্নীত হয়েছি। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে। বাংলাদেশের সফলতা আজ বিশ্ব নেতাদের কাছে প্রতিমুহূর্তের আলোচনার বিষয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি