উন্নয়নের রাজনীতির ব্যাপারে বিরোধীদলের আগ্রহ নেই: প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৪:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ২৮ মার্চ ২০১৭
উন্নয়নের রাজনীতির ব্যাপারে বিরোধীদলের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দপ্তরে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এসময় বিরোধী দল রাজনৈতিক স্থান পাচ্ছে না- এমন অভিযোগ মিথ্যা উল্লেখ করে বলেন, মিটিং-মিছিল, সভা-সমাবেশসহ টিভি চ্যানেলগুলোতে অহরহ কথা বলার সুযোগ পাচ্ছে তারা। এছাড়া জনগণকে সম্পৃক্ত করে সন্ত্রাস ও উগ্রবাদী সহিংসতা দমনে সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ভাষণ দেয়া ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বঙ্গবন্ধু কন্যা।
আরও পড়ুন