ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উন্নয়ন অবকাঠামোর চাপে ক্ষতির মুখে দেশের জলাধার

নূরন নবী

প্রকাশিত : ২১:১৩, ১৪ জানুয়ারি ২০২৩ | আপডেট: ২১:৩৯, ১৪ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

অবকাঠামো উন্নয়নের নামে ধংস করা হচ্ছে একের পর এক হাওর-বাওড়, বিল ও নদ-নদী। দীর্ঘ মেয়াদে যার খেসারত দিচ্ছে, স্থানীয় জনগণসহ দেশবাসীকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সেমিনারে এসব কথা বলেছেন গবেষকরা।

দেশের সাতটি জেলায় হাওর আর চারটি জেলায় রয়েছে বিল। এছাড়া আছে অসংখ্য ছোট বড় নদ-নদীও।

নানান প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ থাকায় দিনকে দিন বেড়েছে এগুলোর অর্থনৈতিক গুরুত্বও। যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য সহজ করতে একের পর এক নির্মাণ করা হচ্ছে হরেক রকম অবকাঠামো।

আর, এসব কাজ করতে যেয়ে বরাবরই উপেক্ষিত থেকেছে প্রকৃতি ও জীব-বৈচিত্র। এসব অভিযোগই উঠে এসেছে গবেষকদের সেমিনারে।

সেমিনারে একজন বক্তা বলেন, “এখানে যে অবকাঠামোগুলো হচ্ছে বাধ দেওয়া হচ্ছে এগুলোর জন্য সোশ্যাল এসেসমেন্ট খুবই জরুরী।“

উন্নয়ন অবকাঠামো নির্মাণযজ্ঞে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়, দেশের জলাধারগুলো। এতে মানুষের জীবনমান উন্নয়ন হয় ঠিকই, পক্ষান্তরে মাশুলও গুনতে হয় তাদের।

আরেকজন বক্তা বলেন, “আত্রাই, বড়াল এই নদীগুলো পদ্মা থেকে উৎপত্তি হয়ে যমুনায় মিশেছে, এটা চলনবিলের মাঝখান দিয়ে এসেছে। সুতরাং পদ্মা ও যমুনার সাথে এই নদীগুলোকে ড্রেজিং এর আওতায় আনা দরকার।“

বড় বড় প্রকল্পের নামে শুধু পকেট ভারি করা নয়, মানুষের বৃহত্তর স্বার্থের কথা ভেবে অবকাঠামো নির্মাণে হাত দেয়ার পরামর্শ বিশিষ্টজনদের।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি