ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

উন্মোচিত হল কাতার বিশ্বকাপের অফিসিয়াল বল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ৩ এপ্রিল ২০২২ | আপডেট: ১০:১২, ৩ এপ্রিল ২০২২

২০২২ কাতার বিশ্বকাপের অফিসিয়াল বল ‘আল রিহলা’ উন্মোচন করা হয়েছে। এনিয়ে ফিফা বিশ্বকাপের জন্য ১৪তম সফল বল তৈরি করার কৃতিত্ব দেখালো ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিডাস। 

কাতার বিশ্বকাপের জন্য এডিডাস যে বলটি তৈরি করেছে তা অন্যসব বিশ্বকাপের চেয়ে দ্রুতগতিতে চলতে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। বলটি একইসাথে উচ্চ গতিসম্পন্ন। 

অ্যারাবিক শব্দ ‘আল রিহলার অর্থ হচ্ছে ‘ভ্রমণ’। কাতারের পতাকা, নির্মাণশৈলী ও আইকনিক নৌকার থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বলটি। 

বিশ্বকাপে এই প্রথম পানির জন্য সহনীয় কালি ও আঠা দিয়ে বলটি তৈরি করা হয়েছে। পরিবেশকে মূলমন্ত্র হিসেবে ধরে বলটি ডিজাইন করা হয়েছে।

বলটির আকারেও কিছুটা ভিন্নতা আনা হয়েছে, যা মাঠের গতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বলটি উচ্চ মাত্রার সঠিকতা ও মাঠের সাথে পুরোপুরি মানিয়ে নেবার মত ক্ষমতাসম্পন্ন। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি