ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

উপদেষ্টা ফারুকীর পদত্যাগের দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৮, ১১ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৩:৩১, ১১ নভেম্বর ২০২৪

সদ্য শপথ নেওয়া উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়।

এ সময় ফ্যাসিস্ট আদর্শের প্রতি সহানুভূতিশীল উপদেষ্টাকে ছাত্র-জনতার সরকারে অন্তর্ভুক্তি, সরাসরি শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি বলে দাবি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ৫ আগস্ট যে স্বাধীনতা পেলাম, এর দু’দিন পর ফারুকী মুজিববাদের জন্য কান্নাকাটি করেছে। সে বলেছে এই অন্তর্বতী সরকারের প্রথম কাজ হবে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটা ঠিক করা। কিন্তু আমরা দেখেছি, বিগত সরকার মুজিববাদ পুঁজি করে এক ফ্যাসিস্ট শাসন গড়ে তুলেছিল।’

‘আমরা মনে করি, ভেঙে দেওয়া বাড়ি সেই অবস্থায়ই রাখতে হবে। কারণ ফ্যাসিস্টের প্রতীক হিসেবে দেখা সেই বাড়িটি কিভাবে ভেঙেচুড়ে দিয়েছে। যুগ যুগ ধরে এই ইতিহাস বাংলার মাটিতে থাকতে হবে।’

সদ্য শপথ নেওয়া এই উপদেষ্টা অবিলম্বে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরইমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।

শপথ নেয়ার পর পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই নির্মাতা। ফারুকী বলেন, ‘আমি কখনোই কোনো পদ কিংবা কোনো চেয়ারে বসব, এটা ভাবি নাই। কিন্তু প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা টেম্পটিং, না বলাটা মুশকিল।’

তিনি আরও বলেন, “আমি আশা করি, যে কয়দিন কাজ করব, কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারব। যদি ঘটাতে পারি, মনে করব যে উদ্দেশ্য নিয়ে এসেছি, সেটা সফল হবে। আমি যদি কাজের মধ্যে কোনো ভুল করি, সবার প্রতি আমার একই বক্তব্য, ফিল ফ্রি। ধরিয়ে দেবেন, এটা ভুল হচ্ছে। আমি সেটিকে সাদরে গ্রহণ করব।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি