ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

উপদেষ্টা ফারুকী ইস্যুতে যা বললেন রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ১৩ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অতীত রাজনৈতিক মতাদর্শ ও কর্মকাণ্ড ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘নির্বাচনের ডেটলাইন দিতে আপনাদের মধ্যে এতো দ্বিধা, এতো সংকোচ কেন। তিনি বলেন, ৫ আগস্টের চেতনাকে আপনারা ধারণ করতে পারছেন না। তাই স্বৈরাচারের আরেক লোককে আপনারা বসিয়ে রেখেছেন। আপনারা বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসরদের বসিয়ে রেখেছেন। তারাতো আপনাকে ব্যর্থ করবেই।’

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে এলাকায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন

নতুন উপদেষ্টা বানানোর প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘আপনি আবার নতুন কিছু উপদেষ্টা করেছেন। নতুন উপদেষ্টা করার অধিকার আপনার আছে। কিন্ত গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন যারা তাদেরতো একটা অভিমত নেয়া দরকার ছিল। যে মেয়েটি বিতর্কিত শেখ মুজিবের বায়োপিক ছবিতে অভিনয় করেছে। আপনারা তার স্বামীকে উপদেষ্টা বানিয়েছেন।’

অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থ রয়েছে জানিয়ে রিজভী বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে আপনি এবং আপনারা সরকার হয়েছেন। আপনাকে বিএনপি সমর্থন করেছে। যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা সমর্থন দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে। কিন্ত আমরাতো আপনাদেরকেই সমর্থন করে যাচ্ছি। কিন্তু মাঝে মাঝে কথা বলতে হয় কেন।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি