উপনির্বাচন: মডেল ওয়ার্ড গড়তে চান সোহেল রানা খান
প্রকাশিত : ১৬:৪৯, ৭ জুন ২০২৩
জমে উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা প্রচার- প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন। মানিকদি, মাটিকাটা, বালুঘাট ও ভাষানটেক এলাকাকে এবার মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয়ে কুমড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন মো. সোহেল রানা খান। ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এই প্রার্থী। যা ভোটারদের মধ্যে সাড়া জাগিয়েছে।
তিনি এলাকায় বাজার ব্যবস্থা উন্নয়ন, উন্নত পানির পাম্প স্থাপনের মাধ্যমে পানির সরবরাহ নিশ্চিত, প্রতিটি পাড়া-মহল্লার উন্নয়নের লক্ষ্যে এলাকার মুরব্বিদের নিয়ে একটি একটি পরামর্শক কমিটি গঠন করে সমাজ ব্যবস্থায় পরির্বতন আনতে চান রানা খান। তাছাড়া ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ ও নিয়মিত ডেঙ্গু ও ম্যালেরিয়া মশকনিধন করে, এলাকার বিদ্যালয়ের সমূহের আধুনিকায়ন ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ, এলাকার গরিব রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং প্রতি মাসে একবার ফ্রি চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা রানা খানের নির্বাচনী অঙ্গিকার।
তিনি বলেন, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব সমাজ গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। সর্বোপরি ১৫ নম্বর ওয়ার্ডটিকে একটি স্মার্ট ও আধুনিক ওয়ার্ড হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দেয়া আমার লক্ষ্য।
মো. সোহেল রানা খান মানিকদী এলাকার সাবেক কমিশনার মরহুম ছরোয়ার্দী খানের ছেলে।
কেআই//
আরও পড়ুন