ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উপরে ট্রেন নিচে শিশু, অলৌকিকভাবে প্রাণে রক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ২১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৪৬, ২১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘রাখে আল্লাহ মারে কে’- সেই কথাটি আবারও সত্য হলো। এমনই একটি বাস্তাব ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ মথুরা রেল স্টেশনে। সম্প্রতি ওই রেল স্টেশনে একটি শিশু ট্রেন চাপা পরেছিলেন। কিন্তু আশ্চর্য জনকভাবে শিশুটি বেঁচে গেছেন। ছবিতে দেখা যায় রেললাইনে শিশুটি পড়ে আছে। পরে লোকজন এসে তাকে উদ্ধার করে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, শিশুটির মা বাবার মধ্যে ঝগড়া চলছিল। এক পর্যায়ে শিশুটির বাবা ধাক্কা মারেন তার মাকে। তখণ কোল থেকে শিশুটি পড়ে যায়। কিন্তু রাখে আল্লাহ মারে কে! শিশুটির কিছুই হয়নি। তার উপর থেকে ট্রেনটি চলে গেলেও কিছুই হয়নি। ট্রেন চলে গেলে এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে উদ্ধার করে। তাকে তুলে এনে পরিবারের হাতে তুলে দেন।

মেয়েটিকে সুরক্ষিত অবস্থায় পাওয়ার পরে লোকজন ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শুরু করেন। শিশুটি কাঁদতে থাকে। পরে সকলেই তার গায়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করেন।

তথ্যসূত্র : এনডিটিভি

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি