ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উপস্থিতি প্রমাণ করে ভোটাররা বিএনপিকে বর্জন করেছে: কাদের

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৯, ৭ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১১:৫২, ৭ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ভোট প্রদান করে নোয়াখালী-৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকের ভোটার উপস্থিতি প্রমাণ করে ভোট বর্জনকারী বিএনপিকে জনগণই বর্জন করেছে।

রোববার সকাল ১০টায় তার নির্বাচনী এলাকা বসুরহাট পৌরসভার নিজ গ্রাম বড় রাজাপুরের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট প্রদান করেন ওবায়দুল কাদের।

এরপর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটাই প্রমাণ করে বিএনপি এবং তার সমমনরা আন্দোলনে পরাজিত হয়েছে। আজকে তাদের ভোট বর্জন এটাই প্রমাণ করছে যে, ভোটাররা বিএনপিকে বর্জন করেছে।

তিনি বলেন, আজকে সারাদেশে যে পরিবেশ, উৎসব, শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, এটা ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন। এটাই প্রমাণ করে যারা ভোট বর্জন করতে নাশকতা ও সহিংসতার আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত।

জনগণকে নির্ভয়ে ভোটপ্রদানের আহবান জানান তিনি।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি