ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার দায়ে ছাত্রলীগের ৩ নেতাকে বহিস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ৪ মে ২০১৭

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূর-উন-নবীকে অবরুদ্ধ করে রাখার দায়ে ছাত্রলীগের ৩ নেতাকে বহিস্কার করেছে কেন্দ্রীয় কমিটি। গেল রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

পুলিশ জানায়, বুধবার সকালে চাকরী দেয়ার দাবীতে ছাত্রলীগের কিছু নেতা কর্মী উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় ১৩ ঘণ্টা পর তা তুলে নেয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মণ, শহীদ মুখতার ইলাহী হল শাখার ছাত্রলীগ সভাপতি ইমতিয়াজ বসুনিয়া ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এদিকে উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহার ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। আগামী ৫ মে উপাচার্য অধ্যাপক ডক্টর নুর উন নবীর মেয়াদ শেষ হচ্ছে। আজ তার শেষ কার্য দিবস।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি