উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্দ্বে কুবি বন্ধ ঘোষণা, উত্তপ্ত ক্যাম্পাস
প্রকাশিত : ১২:৩৬, ১ মে ২০২৪ | আপডেট: ১২:৩৭, ১ মে ২০২৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্ধে চলমান সংকটের কারণে ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে উত্তপ্ত হয়েছে উঠেছে পুরো ক্যাম্পাস।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এছাড়া সিন্ডিকেটে গত ২৮ এপ্রিল ঘটনা নিয়ে উদ্ভূত পরিস্থিতি কিভাবে সমাধান করা যায় সে লক্ষে একটি কমিটি করা হবে জানানো হয়।
এদিকে, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমূহ বন্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর আগে গত রাতে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস এলাকায় আন্দোলন করে এ সিদ্ধান্তের প্রতিবাদ করে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত তারা মানেননা এবং কোন ছাত্রছাত্রী হল ছাড়বে বলে হুশিয়ারি দেন তারা।
এসময় শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন ক্যাম্পাস।
এএইচ
আরও পড়ুন