ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

উভয় স্টক এক্সচেঞ্জে দর কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ২৪ মে ২০১৭ | আপডেট: ১৯:২৯, ২৪ মে ২০১৭

লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। তবে বেড়েছে সূচক।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৪৩টির, আর ৫২টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫৪৪ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স প্রায় ১৮ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৪১২ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১০১টির, আর ৩৫টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে প্রায় ৪১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি