ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

উভয় স্টক এক্সচেঞ্জে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ১১ মে ২০১৭ | আপডেট: ১৮:১১, ১১ মে ২০১৭

লেনদেন ও সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।   
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৬৩টির, আর ৩৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৬৮৭ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স প্রায় ১৫ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৪৯৬ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৩১টির, আর ২৫টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।    


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি