উভয় স্টক এক্সচেঞ্জে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান
প্রকাশিত : ১৬:৩৬, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৯:৩৪, ১৫ মে ২০১৭
সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৭২টির, আর ৪২টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫৩৮ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৩২ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৪২৮ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৩৮টির, আর ২০টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
আরও পড়ুন