উভয় স্টক এক্সচেঞ্জে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান
প্রকাশিত : ১৮:২০, ২৮ মে ২০১৭
সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২১১টির, আর ৩৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৬৩ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স প্রায় ৪১ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৩৭২ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৪৪টির, আর ২১টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
আরও পড়ুন