ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উস্তাদ প্যায়ারেলাল ওয়াডালি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উস্তাদ প্যায়ারেলাল ওয়াডালি। বিগত বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তিনি ভারতের অমৃতসরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

উল্লেখ্য, সুফির জাদুতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন ওয়াডালি ব্রাদার্স, পূর্ণচন্দ ওয়াডালি এবং প্যায়ারেলাল ওয়াডালি। কিন্তু সেই অবিচ্ছেদ্য জুটিরই একজন সব মায়া ত্যাগ করে চলে গেলেন।

প্রসঙ্গত, এই গুনি শিল্পীর বহু মন ছুঁয়ে যাওয়া গান সমৃদ্ধ করেছেন সংগীত জগতকে। বলিউডি সিনেমাতেও তাঁর সূরমূর্চ্ছনায় মোহিত হয়েছেন শ্রোতারা। ২০১১ সালের তনু ওয়েডস মনু সিনেমার, রংরেজ মেরে, ২০১১ সালে মৌসম সিনেমার ইক তু হি তু হি-র মতো গান গেয়েছেন তিনি। ২০০৫ সালে ওয়াডালি ব্রাদার্স পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি