উৎসবমুখর পরিবেশে ভোলায় একুশে টেলিভিশনের জন্মদিন পালিত
প্রকাশিত : ১৯:২৩, ১৪ এপ্রিল ২০২৪
ভোলায় র্যালী, আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে পালিত হয়েছে জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যতিক্রমী এসব আয়োজন মুগ্ধ করেছে দর্শক, জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে।
প্রতিষ্ঠালগ্ন থেকে সংবাদ পরিবেশনের মাধ্যমে টেলিভিশনটি যে সাহসিকতা দেখিয়ে আসছে তা মানুষকে মুগ্ধ করেছে বলে অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন। এ ধারা অব্যাহত রাখার আহব্বান জানান তারা।
অপশক্তির কাছে মাথা নিচু না করে আগামীতেও এ পথচলা থাকবে, প্রত্যাশা দর্শকদের।
একুশে টেলিভিশন বেসরকারী টেলিভিশনের জনক হিসাবে আখ্যায়িত করে বক্তারা আজকের দিনের যত নামীদামী রিপোর্টর রয়েছে তার অধিংকাশই একুশে টিভির সৃষ্টি।
১৪ এপ্রিল সকালে ভোলা প্রেসক্লাবে আলোচনা সভা শেষে একুশে টেলিভিশনের জন্মদিনে ভোলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো: আরিফুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলার পুলিশ সুপার মো মাহিদুজ্জামান, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা বিজেপি সম্পাদক মোতাছিন বিল্লাহ, রেটক্রিস্টে সোসাইটির সম্পাদক আজিজুল ইসলাম, ভোলা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খাদিজা ডাক্তার স্বপ্না, আজকে ভোলার সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপুসহ ভোলার কর্তব্যরত সাংবাদিকরা ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এএইচ
আরও পড়ুন