ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

উৎসবমুখর পরিবেশে সারাদেশে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ২৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৬:০৮, ২৮ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বুধবার। উৎসবমুখর পরিবেশে সারাদেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। সকাল থেকেই কর্মী-সমর্থকদের নিয়ে প্রার্থীরা যাচ্ছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।

বিকাল পাঁচটা পর্যন্ত রিটার্নিং বা সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

সকাল থেকেই প্রার্থী-কর্মী-সমর্থকদের পদচারণায় মুখর বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। কর্মী-সমর্থকদের নিয়ে প্রার্থীরা যাচ্ছেন মনোনয়নপত্র জমা দিতে।

রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকালে মনোনয়নপত্র দাখিল করেন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

পরে একে একে মনোনয়নপত্র জমা দেন ঢাকায় আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুন, সাদেক খান এবং আসলামুল হক।

বিএনপির প্রার্থীদের মধ্যে ঢাকা- ১৩ আসনে আবদুস সালাম, ঢাকা- ১৭ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় দলীয় নেতা-কর্মীরা।

রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও জেলা জাতীয় পার্টির সভাপতি মশিয়ার রহমান রাঙ্গা এরশাদের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

শেরপুর-২ আসনে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রফেসর ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৪ এ তানভীর ইমাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভিডিও: https://youtu.be/1KelhPiBJWQ

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি