ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

উ. কোরিয়ার ওপর জাতিসংঘের ফের নিষেধাজ্ঞার প্রসংশায় ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৩১, ২৩ ডিসেম্বর ২০১৭

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে উত্তর কোরিয়ার কঠিন নিষেধাজ্ঞা আরোপ করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রসংশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে ট্রাম্প লিখেছেন, এই ভোট এটাই প্রমাণ করলো যে বিশ্ব ‘ মৃত্যু নয়, শান্তি চায়’।

উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব অনুমোদন হওয়ার পর ট্রাম্প এ টুইট করেন। শুক্রবার রাতে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের তোলা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটি ১৫-০ ভোটে পাস হয়। এটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১০ম নিষেধাজ্ঞা আরোপ। এর ফলে উত্তর কোরিয়ার পরিশোধিত তেল আমদানি শতকরা ৯০ ভাগ পর্যন্ত আটকে দেওয়া সম্ভব হবে।

সূত্র : বিবিসি
/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি