ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঋতুপর্ণা-ঋত্বিকের অন্ধকারের গল্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রাতের অন্ধকার মানুষের মনের অন্ধকারের মধ্যে কোথাও একটা গভীর সম্পর্ক আছে। সেই মিল সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। তাই তো অ্যামাজনের জঙ্গল থেকে বেরিয়ে এবারে ঢুকবেন মানুষের মনের অন্ধকারে। কথা হচ্ছে ‘গুড নাইট সিটি’ সিনেমা নিয়ে।

সম্প্রতি এই সিনেমার বেশ কিছু পোস্টার প্রকাশ্যে এসেছে। সিনেমাটির গল্প এক রাতের ঘটনাকে কেন্দ্র করে। শহরে দিনের পর দিন অপরাধ বেড়ে চলেছে। মনের অন্ধকারই ক্রাইমের দিকে ঝুঁকে পড়তে বাধ্য করছে মানুষকে। এমনই নানা মানসিক জটিলতা-টানাপোড়েন নিয়ে সিনেমার গল্প এগোতে থাকে। এখানে একজন মনোবিদের ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা।

বাকি প্রতিটি অভিনেতা ডার্ক চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে। মুখ্য ভূমিকায় থাকবেন ঋত্বিক চক্রবর্তী। তাঁকে কেন্দ্র করেই সিনেমার কাহিনী। ঋত্বিকের মানসিক সমস্যার সঙ্গে কীভাবে সিনেমার বাকি চরিত্রগুলো জড়িত সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি