ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

এআই কি মানুষের কাজ কেড়ে নেবে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ২২ আগস্ট ২০২৩

এআই নিয়ে রিপোর্ট প্রকাশ করল জাতিসংঘের কর্মী বা লেবার সংগঠন। এআই কাদের কাজ কাড়তে পারে, তার ধারণা দেয়া হলো।

জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, এআইয়ের ব্যবহারের ফলে খুব বেশি মানুষের কাজ এখনই যাবে না। কারণ, এআই যে কাজ করবে, তা পরিচালনার জন্য মানুষের প্রয়োজন। এআই কাজে সহযোগিতা করবে, মানুষের কাজের বিকল্প হয়ে উঠবে না। ফলে কাজ হারানোর ভয় খুব বেশি নেই।

এআই অটোমেশনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে। রিপোর্টে একটি সংখ্যাতত্ত্ব দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, প্রথম বিশ্বের দেশগুলিতে এআইয়ের ফলে পাঁচ দশমিক পাঁচ শতাংশ কাজ সমস্যার মুখোমুখি হতে পারে। অর্থাৎ, এআই এখানে মানুষের কাজের বিকল্প হয়ে উঠতে পারে। অন্যদিকে উন্নতিশীল দেশে এই সংখ্যা মাত্র শূন্য দশমিক চার শতাংশ।

কেরানির কাজ যারা করেন, অদূর ভবিষ্যতে তারা সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হতে পারেন বলে ওই রিপোর্টে বলা হয়েছে। প্রথম বিশ্বে নারীরা কেরানির কাজের সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত বলে জানানো হয়েছে রিপোর্টে। ফলে কীভাবে কেরানিদের কাজের বিকল্প ব্যবস্থা করা যায়, সে বিষয়ে কর্তৃপক্ষ এবং পলিসি-মেকারদের সচেতন হতে বলা হয়েছে ওই রিপোর্টে। বস্তুত, যত দিন যাবে উন্নয়নশীল দেশেও একইভাবে কেরানির কাজে এআই-য়ের প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে।

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি