ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

এই মুখ আর দেখাবো না: সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ৪ অক্টোবর ২০২৩

বিশ্বকাপের মূল ম্যাচের আগেই সাকিব আল হাসান জানালেন তিনি আর তার মুখ দেখাবেন না। তাহলে সাকিব কী বিশ্বকাপে খেলবে না? সবার মনে এখন এই প্রশ্ন।

বুধবার (৪ অক্টোবর) সাকিবের ভ্যারিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন 'এই মুখ আর দেখাবো না।' এই স্ট্যাটাস দেখার সাথে সাথেই নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনার ঝড় শুরু হয়ে যায়।

হঠাৎ কী এমন হলো যে বিশ্বকাপের দুইদিন আগে টিমের ক্যাপ্টেন এমন কথা জানালেন? সেই কারণ জানতে সরব কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

অনেকে মনে করছেন, প্রকাশ্যে চলে আসা তামিম-সাকিবের বিবাদ এর মূল কারণ। আবার অনেকেই বিসিবি প্রেসিডেন্টকে দায়ী করছে তার বিরুদ্ধে সম্প্রতি এক ইন্টারভিউয়ে সাকিবের মজা নেবার জন্য। তামিম ছাড়া প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের সাথে বাজেভাবে হারের কারণে লজ্জা পেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অনেকেই।

আসলে কেন এমন কথা সাকিব লিখলেন, সেটা জানতে সাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় সাংবাদিকরা। এমনকি, সাকিবের এমন মন্তব্যের বিপরীতে তার সতীর্থরা এবং কিংবা টিমের কেউ এখনো মুখ খোলেননি।

এর আগেও একবার রহস্যময় একটি পোস্ট দিয়েছিলেন সাকিব। পরে দেখা গিয়েছিল সেটা ছিল একটা বিজ্ঞাপনের অংশ।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি