ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এই মোটরসাইকেলের দাম ৩৩ লাখ টাকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ১৭ জানুয়ারি ২০১৯

বিশ্বজুড়ে ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। আর সেই জনপ্রিয়তা আর চাহিদার কথা মাথায় রেখে ইলেকট্রিক স্কুটার বা গাড়ি তৈরির পথে এগিয়েছে একাধিক সংস্থা।

সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত ‘কনসিউমার ইলেকট্রনিক্স শো’ (সিইএস ২০১৯)-এ মার্কিন মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা হারলি ডেভিডসন -এর ইলেকট্রিক বাইক ‘লাইফওয়্যার’-এর মডেলের আত্মপ্রকাশ ঘটেছে। একই মঞ্চে নিজেদের নতুন ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করল জার্মান সংস্থা নোভাস। এক নজরে দেখে নেওয়া যাক নোভাস-এর নতুন ইলেকট্রিক মোটরসাইকেলের খুঁটিনাটি-

  • নোভাস-এর এই ইলেকট্রিক মোটরসাইকেলের ওজন মাত্র ৩৮ দশমিক ৫ কিলোগ্রাম। অর্থাত্, সাইকেলের ওজনে মোটরসাইকেল।
  • এই মোটরসাইকেলে রয়েছে ১৪ দশমিক ৪ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি। নোভাস-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, একবার চার্জ দিলে ৯৬ কিলোমিটার রাস্তা ছুটবে এই মোটরসাইকেল।
  • ১৪ দশমিক ৪ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে মোটরসাইকেলের ইঞ্জিনে ২০০ এনএম টর্ক আর ৮ দশমিক.২ বিএইচপি শক্তি পাওয়া যাবে।
  • নোভাস-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, সর্বোচ্চ ৯৬ দশমিক ৫ কিমি প্রতি ঘণ্টার গতিতে ছুটবে তাদের নতুন ইলেকট্রিক মোটরসাইকেলটি।
  • নোভাস-এর নতুন এই ইলেকট্রিক মোটরসাইকেলে থাকছে অত্যাধুনিক প্রযুক্তির সাসপেনশান। এ ছাড়াও থাকছে ডুয়াল হাইড্রোলিক ফ্লোটিং ক্যালিপার ডিস্ক ব্রেক।
  • নোভাস-এর নতুন এই ইলেকট্রিক মোটরসাইকেলে থাকছে একটি স্মার্টফোন। এই স্মার্টফোনের ডিসপ্লেতে মোটরসাইকেলের গতি, ব্যাটারি লাইফসহ একাধিক বিষয় ফুটে উঠবে।
  • নোভাস-এর নতুন এই ইলেকট্রিক মোটরসাইকেলের দাম ৩৯ হাজার ৫০০ মার্কিন ডলার যা বংলাদেশি মূল্যে ৩৩ লাখ টাকা।

সূত্র: জি নিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি