ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

একই পোস্টের নীচে দুই গোলরক্ষক! কিভাবে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৬, ২৩ নভেম্বর ২০২২

একই গোল পোস্টের নিচে সুইচি গোন্ডা এবং ম্যানুয়েল ন্যয়ার

একই গোল পোস্টের নিচে সুইচি গোন্ডা এবং ম্যানুয়েল ন্যয়ার

ম্যানুয়েল ন্যয়ার এবং সুইচি গোন্ডা- জার্মানি ও জাপানের দুই গোলরক্ষক। দু'জনকেই দেখা গেল একই গোল পোস্টের নিচে। কাতার বিশ্বকাপে দেখা গেল এমনই এক অদ্ভুত দৃশ্য।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা তখন শেষ। চতুর্থ রেফারির দেওয়া ৯ মিনিটের অতিরিক্ত সময়ের খেলা চলছে। ২-১ ব্যবধানে এগিয়ে জাপান। খেলা শেষ হতে মিনিট দুয়েক বাকি। নিজের গোলপোস্ট ছেড়ে জাপানের অর্ধে চলে গেলেন জার্মান অধিনায়ক। যদি কোনওভাবে সমতা ফেরানো যায়। এগিয়ে থাকা জাপানের সব ফুটবলারই তখন নিজেদের অর্ধে। গোলপোস্টের সামনেই জটলা তৈরি করেছেন তারা। লক্ষ্য একটাই, যে কোনও মূল্যে দূর্গ রক্ষা করা।

দু'দলই তখন মরিয়া। জাপান চাইছে ব্যবধান বজায় রাখতে। আর জার্মানি চাইছে সমতা ফেরাতে। সময় যত এগোচ্ছে, ততই চাপ বাড়ছে জার্মানদের ওপর। কারণ, কেবল সমতা ফেরাতে পারলেই লাভ। হারের মুখে দাঁড়িয়ে থাকা ন্যয়ার তখন ব্যবধান বেড়ে যাওয়ার ভয় ভুলেছেন। দলের মান রক্ষা করতে জার্মান অধিনায়ক পৌঁছে গেলেন একদম জাপানের পোস্টের সামনে। 

গোল বাঁচাতে নয়, বরং গোল দিতে। বদলে ফেললেন নিজের ভূমিকা! একেবারে শেষ মিনিটে কর্ণার পেল জার্মানি। বল উড়ে এলো জাপানের বক্সে। হেড করার জন্য মরিয়া লাফ দিলেন ন্যয়ার। কিন্তু বলে মাথা ছোঁয়াতে পারলেন না। উড়ে যাওয়া বলের নাগাল পেলেন না জাপানের গোলরক্ষক গোন্ডাও।

শেষ মুহূর্তে বলের দিকে নজর রাখা গোন্ডা তখন দ্বিতীয় পোস্ট ছেড়ে খানিকটা বেরিয়েও এসেছেন। অরক্ষিত অবস্থায় জাপানের গোলপোস্ট। সেখানে একা কেবল ন্যয়ার। তার অর্ধেক শরীর পেরিয়ে যায় জাপানের গোল লাইন। তবে শেষ সুযোগটাও হাতছাড়া হওয়ার হতাশা স্পষ্ট ন্যয়ারের চোখে-মুখে।

কারণ, এগিয়ে থেকেও যে এশিয়ার জায়ান্ট কিলার জাপানের কাছেই হেরে মাঠ ছাড়তে হলো ২-১ ব্যবধানে। সেইসঙ্গে কাতার বিশ্বকাপে নিজেদের আধিপত্য বজায় রাখল এশিয়া।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি