একই বিমানের পাইলট মা-মেয়ে
প্রকাশিত : ১২:৪৪, ২৪ মার্চ ২০১৯ | আপডেট: ১২:৪৭, ২৪ মার্চ ২০১৯
একটি বিমানের পাইলট হিসেবে মা-মেয়ের জুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল হয়েছে। অনেকেই এটা দেখে অবাক হয়েছে। যে মা মেয়ের কথা বলছি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সের পাইলট হিসাবে দায়িত্ব পালন করছেন।
গত ১৬ মার্চ লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টাগামী একটি বিমানের পাইলট এবং কো-পাইলট ছিলেন দু’জন নারী।
ওই বিমানে যাত্রী হিসেবে ছিলেন ড. জন ওয়েট্রেট নামে এক অধ্যাপক। তিনি প্রথমে জানতে পারেন যে বিমানটিতে পাইলট এবং কো-পাইলট হিসেবে আছেন মা-মেয়ে। ক্যাপ্টেন হিসেবে ছিলেন মা ওয়েন্ডি রেক্সন এবং ফার্স্ট অফিসার হিসেবে ছিলেন মেয়ে কেলি রেক্সন।
বিষয়টি জানার পর ককপিটে গিয়ে মা-মেয়ের ছবি তুলে টুইটারে পোস্ট করেন ওয়েট্রেট। মুহূর্তের মধ্যে ৪২ হাজার লাইক পড়ে এবং ১৬ হাজার রিটুইট হয়। পরে ডেল্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষও মা-মেয়ের ছবি তাদের পেজে পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে শুভেচ্ছা জানিয়েছেন এই মা-মেয়ে জুটিকে।
খবর ডেইলি মেইলের
টিআর/
আরও পড়ুন