ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একই স্বপ্ন বারবার দেখছেন? এর কারণ কী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ২২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

অনেক সময়েই একই স্বপ্ন বারবার দেখেন অনেকে। এ নিয়ে নানা ধরনের সংস্কারও আছে অনেকের মধ্যে। কিন্তু বারবার এক স্বপ্ন দেখার পিছনে বৈজ্ঞানিক কোনও কারণ আছে কি?

স্বপ্ন সাধারণত অবচেতনে থাকা নানা ভাবনার প্রতিফলন। এমনটাই বলেন মনোবিদরা। কিন্তু কোন পরিস্থিতিতে এক স্বপ্ন বারবার দেখেন কেউ? সম্প্রতি ‘হেলথলাইন’ নামক একটি জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে এর উত্তর দেওয়া হয়েছে।

কী বলা হয়েছে সেই গবেষণাপত্রে?

গবেষকরা জানিয়েছেন, কোনও বিষয় নিয়ে চরম আতঙ্ক একই স্বপ্ন বারবার দেখাতে পারে। 

যেমন, কারও হয়তো পরীক্ষা নিয়ে ভয়। একদম পড়াশোনা হয়নি। সব সময় মনে হচ্ছে, পরীক্ষার ফল খুব খারাপ হবে। এই আতঙ্কই জন্ম দিচ্ছে ভয়ের স্বপ্নের।

কিন্তু যে স্বপ্নটা তিনি দেখছেন, সেটি হয়তো অন্য কোনও ভয়ের দৃশ্য। সেটির সঙ্গে পরীক্ষার আপাত ভাবে কোনও মিল নেই। কিন্তু ওই ভয়টাই একই স্বপ্ন বারবার ফিরিয়ে দিচ্ছে।

সাধারণত যারা মানসিক ভাবে দুর্বল, তারাই এক স্বপ্ন বারবার দেখেন। এমনই দাবি করা হয়েছে ওই গবেষণাপত্রে। তবে এমনটিও বলা হয়েছে, যে কারণে কেউ ভয়টি পাচ্ছেন, সেই কারণটি আর না থাকলে ভয়ের স্বপ্নটিও আর ফিরে আসে না।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি