ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘একখান চুম্মা দে’ গানের নায়িকার বাগদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ১৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

মনের মানুষের সঙ্গে আংটি বদল করেছেন টালিগঞ্জের জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে হিট সিনেমা উপহার দেয়া নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুম্বাইতে এক অনুষ্ঠানে অভিনেতা কুণাল বর্মার সঙ্গে বাগদান হয়েছে তার। হিন্দি টেলি ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। আগামী বছর তাদের বিয়ে হবে।

হাতে গোনা কয়েকটি ভারতীয় বাংলা সিনেমায় দেখা গেছে পূজাকে। দেব-পূজা জুটির `চ্যালেঞ্জ টু` ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সিনেমায় `পুলিশ চোরের প্রেমে পড়েছে` `এক খান চুম্মা দে` গানগুলো ব্যাপক হিট হয়।

`চ্যালেঞ্জ টু` ছাড়াও `রকি`, `লভেরিয়া` করেছিলেন টলিউডে। তাছাড়া আইটেম গানেও কোমর দুলিয়েছেন পূজা। এরপর আর সিনেমায় দেখা যায়নি তাকে। বড়পর্দার বদলে মুম্বাই গিয়ে ছোটপর্দার কাজই বেছে নিয়েছেন তিনি। `দেব কা দেব মহাদেব` ধারাবাহিকে পার্বতীর ভূমিকায় অভিনয় করেছিলেন এবং জনপ্রিয়ও হয়েছিলেন পূজা।

বাংলা ছবি করার আগেও কিন্তু তিনি হিন্দিতে কাজ করেছেন। তবে মাঝের একটা লম্বা সময় পূজা টেলিভিশন থেকে বিরতি নিয়েছিলেন।

দিন কয়েক আগে সাংবাদিকদের পূজা বলেন, আমাদের ন’বছরের সম্পর্ক। অবশেষে পরিণতি পেতে চলেছে। আমি খুব খুশি। সত্যিই ভাবিনি, এমনটা হবে।

পূজা জানিয়েছেন, তিনিই কুণালকে প্রস্তবা করেছিলেন। আগামী বছর সম্ভবত বিয়ে করবেন এই জুটি।


//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি