ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একজন বন্দির সুবিধামতো চিকিৎসা নেওয়াটা অযৌক্তিক: ইনু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একজন বন্দির সুবিধামতো চিকিৎসা নেওয়াটা যৌক্তিক নয়। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার জন্য তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তিনি শেখ মুজিব মেডিক্যাল বা সিএমএইচ কোথাও চিকিৎসা নেবেন না।

সোমবার সকালে প্রথম কর্মদিবসে সচিবালয়ে উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনে অংশ নেওয়াটা তাদের বিষয়। তবে বিএনপির দলীয় সংকট নিরসনে তাদের সামনে নির্বাচনে অংশ নেওয়ার বিকল্প নেই। তাই হয়তো তারা নির্বাচনে আসবে।

এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, এবারের ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে। এটা সরকারের অনেক বড় সফলতা। এবার ঈদে রেল যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো ছিলো মন্তব্য করে তিনি রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি