ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একটি ভেড়ার দাম ২ লাখ ৪০ হাজার ডলার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ৯ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে একটি ভেড়া বিক্রি হয়েছে ২ লাখ ৪০ হাজার ডলার বা দুই কোটি টাকারও বেশি মূল্যে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভেড়াটি কিনেছে ‘এলিট অস্ট্রেলিয়ান হোয়াইট সিন্ডিকেট’। খবর নিউইয়র্ক পোস্টের।

এ বছর বিশ্বের সবচেয়ে দামি ভেড়ার খেতাবও জিতে নিয়েছে প্রাণীটি।

অস্ট্রেলিয়ায় ভেড়ার মাংস এবং পশমের চাহিদা বিপুল। বিশেষ করে মাংসের জন্য সাদা ভেড়ার চাহিদা দিন দিন বাড়ছে। আর সেইসঙ্গে দাম বাড়তে শুরু করেছে এই ভেড়ার।

ভেড়া বিক্রেতা গ্রাহাম গিলমোর জানিয়েছেন, তার ভেড়ার দাম কোটি টাকা ছাড়াবে তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি।

তিনি যে ভেড়াটি বিক্রি করেছেন সেটি একটি বিশেষ প্রজাতির ভেড়া। এদের গা খুব বেশি লোমশ হয়না। শুধু মাংসের জন্যই এই ভেড়া প্রতিপালন করা হয়। খুব দ্রুত বড় হয় এই ভেড়া।

অস্ট্রেলিয়ায় ভেড়ার মাংসের চাহিদা বিপুল, তাই হালকা পশমের এই ভেড়ারও চাহিদা বাড়তে শুরু করেছে।

গ্রাহাম তার ভেড়াটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। বাজারে সেই ভেড়া কেনার জন্য বেশ কয়েক জন গ্রাহক হাজির হয়েছিলেন। তাদের মধ্যে ‘এলিট অস্ট্রেলিয়ান হোয়াইট সিন্ডিকেট’-এর চার জন সদস্য দু’কোটি টাকার বিনিময়ে সেই ভেড়া কিনে নেন।

গত বছর স্কটল্যান্ডে একটি ভেড়া বিক্রি হয়েছিল সাড়ে তিন কোটি টাকায়। সেটি টেক্সেল প্রজাতির ভেড়া ছিল। ভেড়াটির নাম ছিল ‘ডাবল ডায়মন্ড’। ২০২১ সালের সবচেয়ে দামি ভেড়ার খেতাব জিতেছিল প্রাণীটি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি