ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

একনজরে পুঁজিবাজারের সব খবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৫, ১৬ জানুয়ারি ২০১৮

তিন প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা: সিকিউরিটিজ আইন অমান্য করায় হ্যাক সিকিউরিটিজকে ২ লাখ টাকা এবং ডায়নামিক সিকিউরিটিজ কনসালট্যান্টস ও হেদায়েতউল্লাহ সিকিউরিটিজ লিমিটেডকে ১ লাখ টাকা করে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নতুন আইপিও অনুমোদন: ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের আইপিও প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৩ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে।

মিউচ্যুয়াল ফান্ডের প্রেসপেক্টাস অনুমোদন: শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে বিএসইসি। ফান্ডটির প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ২০ কোটি টাকা। এরমধ্যে উদ্যোক্তারা দেবেন ২ কোটি এবং বাকি ১৮ কোটি টাকা বিনিয়োগকারীদের কাছে ইউনিট বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও ইস্টার্ন হাউজিং: অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ১৮ই জানুয়ারি। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সিভিও পেট্রোকেমিক্যালস: সিভিও পেট্রোকেমিক্যালস রিফাইনারি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২০শে জানুয়ারি।  সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উসমানিয়া গ্লাস শিট: উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২১শে জানুয়ারি। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

দ্য পেনিনসুলা চিটাগাং: দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২২শে জানুয়ারি। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আইসিবি: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ- আইসিবি’র পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪শে জানুয়ারি। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বাংলাদেশ সাবমেরিন কেবল: বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮শে জানুয়ারি। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টক ডিভিডেন্ড বণ্টন: অনুমোদিত স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে অগ্নি সিস্টেমস, জেনারেশন নেক্সট ফ্যাশনস, ন্যাশনাল পলিমার, ওয়াইমেক্স ইলেকট্রোড ও অলিম্পিক এক্সেসোরিজ লিমিটেড। 

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি