ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

একবার শুনেছিলাম আমি নাকি অন্তঃস্বত্ত্বা : শারাপোভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ৮ অক্টোবর ২০১৮

রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। নিজের সম্পর্কে গুজব ও ভক্তদের পাগলামি নিয়ে কথা বলেছেন তিনি। তারকারা প্রায়ই খ্যাতির বিড়ম্বনায় পড়েন। তেমন কোন বিড়ম্বনা তার জীবনে এসেছে কিনা তা নিয়ে সম্প্রতি একটি টিভি শোতে খোলামেলা আলোচনা করেন রাশিয়ান এই টেনিস সুন্দরী। আর সেখানেই জানা গেছে অনেক অজানা কথা।

ওই শো-তে তাকে প্রশ্ন করা হয়, নিজের সম্পর্কে সবচেয়ে বড় গুজব তিনি কী শুনেছেন? এমন প্রশ্নের জবাবে শারাপোভা বলেন, ‘একবার শুনেছিলাম আমি নাকি অন্তঃস্বত্ত্বা। একজন তো সরাসরি আমায় প্রশ্ন করে বসেন, তুমি কী অন্তঃস্বত্ত্বা? এমন ঘটনার সাক্ষী বহুবার থেকেছি।’

এরপর তাকে প্রশ্ন করা হয়- ভক্তদের পাগলামো সামলাতে হয়েছে কখনও?

এর উত্তর তিনি বলেন, ‘আমার সমর্থকরা যথেষ্ট ভদ্র আর সভ্য। তেমন পাগলামো কখনও করতে দেখিনি। কেউ কেউ আমার নাম বা অটোগ্রাফ ট্যাটু করিয়ে আমায় দেখিয়েছেন। কেউ ছবিও ট্যাটু করিয়েছেন। কিন্তু সেই পর্যন্তই।’

উল্লেখ্য, মাঠের বাইরে এই সুন্দরী বহুবার বহু বিষয় নিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন। প্রেম, সম্পর্ক নিয়ে সব সময়ই আলোচনায় থেকেছেন তিনি। বর্তমানে ৩১ বছরের এই সুন্দরী প্রেমে মজেছেন আলেকজান্ডার গিলকেসের প্রেমে।

সূত্র : উইমেন্স টেনিস ব্লগ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি